রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলীতে আটক মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রেনিন সুয়ের জামিন আবেদন নাকচ করে তিন মামলায় চার আসামিকে ফের কারাগারে পাঠিয়েছেন রাঙ্গামাটির আদালত।
রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার রাজস্থলী থানায় তিন মামলার আসামি ডা. রেনিন সুয়ে ও আরাকান নাগরিক অংনু ইয়ান রাখাইনসহ দুই কেয়ারটেকারকে হাজির করা হয়। তিন মামলায় আসামিপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান আদালতে ডা. রেনিন সুয়ের জামিন আবেদন করেন।
সরকারপক্ষের সিএসআই (কোর্ট উপ-পরিদর্শক) জামিন আবেদনের বিরোধিতা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন ডা. রেনিন সুয়ের জামিন আবেদন নাকচ করে চার আসামিকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, রাঙ্গামাটির রাজস্থলীতে ২৬ আগস্ট একটি বিলাশবহুল বাড়িতে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইন ও বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু ইয়ান মারমাকে যৌথবাহিনী আটক করে। এর এক মাস পর পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয় আরাকান আর্মি নেতা ডা. রেনিন সুয়েকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান