ডেস্ক: গত ১৩ নভেম্বর রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকে চলমান জরুরি অবস্থা আগামী ৬ মাস পর্যন্ত দীর্ঘায়িত করতে সংবিধান পরিবর্তনের পরিকল্পনা করছে ফ্রান্স। বর্তমান আইন অনুযায়ী সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখতে পারবে ফ্রান্স কর্তৃপক্ষ।
বৃহস্পিতবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ক্ষমতা আইনের বর্তমান তিন মাসের সীমা দীর্ঘায়িত করার জন্য বিদ্যমান আইনী কাঠামো পরিবর্তনের লক্ষ্যে একটি বিল আগামী ২৩ ডিসেম্বর মন্ত্রীসভায় উত্থাপন করা হবে।
তবে দেশটির মানবাধিকার কর্মীরা ইতোমধ্যেই চলমান কঠোর নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা শুরু করেছেন। তারা সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন।
সূত্র: এএফপি, টাইমস অব ইন্ডিয়া
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান