কক্সবাজার: মিয়ানমার ফেরত আসা ৪৮ বাংলাদেশির মধ্যে ৫ শিশু-কিশোরকে রেডক্রিসেন্টের মাধ্যমে স্বজনদের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুশান্ত প্রসাদ চাকমা এ নির্দেশ দেন।
রেডক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কালাম বিকেলে জানান, এ পাঁচ শিশুকে আদালতে উপস্থাপন করার সময় রেডক্রিসেন্টের পক্ষে জিম্মা চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিদের্শনা দেয়।
মিয়ানমার থেকে ফেরত আসা ওই পাঁচ শিশু-কিশোর হলো- কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগা পাড়ার মকতুল হোসেনের ছেলে সৈয়দ হোসেন (১৭), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষ পাড়ার মতিউর রহমানের ছেলে বিদ্যুৎ হোসেন (১৭), যশোরের ঝিকরগাছা উপজেলার ভেড়ার পানি এলাকার আবু হোসেনের ছেলে মোহাম্মদ শাওন (১৭), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার জালালপুর এলাকার সিদ্দিক আলীর ছেলে জয়নাল আবেদীন (১৬), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি এলাকার ফজলুল হকের ছেলে মোহাম্মদ সবুজ (১৭)।
কক্সবাজারের শিশু সৈয়দ হোসেনকে (১৭) সন্ধ্যায় ও অপর চারজনকে নিয়ে রাতে বাসযোগে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।
অপরদিকে, মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীর মধ্যে বুধবার দেশে ফেরত আসা ৪৮ জনের অপর ৪৩ জনকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে।