বাংলার খবর২৪.কম: ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে আসছে অ্যাপলের উন্নততর স্ক্রিন রেজুলেশনসহ এই দুটি মডেলের স্মার্টফোন। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এরমাদ্ধমে নতুন আইফোন নিয়ে জল্পনা-কল্পনার অবসান হয়েছে। নতুন দুটি মডেলের আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। ৯ সেপ্টেম্বর আইফোনের বড় আকারের দুটি নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। সৃষ্টিশীলতায় নিজেদের সুনাম ফিরিয়ে আনার প্রত্যয়ে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে এই ঘোষণা দেন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন আইফোনে বেশ কিছু আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে। নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধাসহ আইফোনের এই দুটো নতুন মডেল দিয়ে হয়তো অ্যাপল ক্রেতাদের অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা ঠেকাতে পারবে। নতুন আইফোনের আকর্ষণীয় ১০ টি ফিচারের মধ্যে রয়েছে রেটিনা এইচডি ডিসপ্লে, আইওন শক্তির স্ক্রিন,দ্বিতীয় প্রজন্মের ৬৪ বিট প্রসেসর, মেটাল এপিআই, এম৮ হেলথ চিপ, উন্নত ব্যাটারি, দ্রুতগতির ওয়াই-ফাই, উন্নত ক্যামেরা, সেলফি ক্যামেরা ও আইওএস৮ রয়েছে।
শিরোনাম :
এন্ড্রয়েড ঠেকাতে বাজারে নতুন ২টি মডেলের স্মার্টফোন আনল অ্যাপল
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
- ১৭২৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ