ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনো শহরের এক প্রতিবন্ধি প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনো শহরে এ ঘটনা ঘটে।
সক্রিয় ওই বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এক টুইটার বার্তায় স্যান বার্নারডিনো পুলিশ বিভাগ জানিয়েছে, এক বা একাধিক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে কয়েজন নিহত ও আহত হয়েছেন। আর অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, কমপক্ষে ২০ বার তাদের কাছে সহায়তা চেয়ে ফোন এসেছে।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা এখনো সক্রিয়। তাঁদের ধরতে বা থামাতে তারা অভিযান চালাচ্ছেন।
এক পুশিল মুখপাত্রের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, সন্দেহভাজনদের কাছে ভারী অস্ত্র ছিল। তাঁদের পরনে বুলেটপ্রুফ পোশাকও থাকতে পারে। হামলকারীরা বোমা ফেলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএস জানিয়েছে, বোমা নিস্ত্রীয়কারী দল ঘটনাস্থলে এসেছে।
অ্যালকোহল, তামাক, আগ্নোয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ বিষয়ক যুক্তরাষ্ট্রের সংস্থার লস অ্যাঞ্জেলস শাখার কর্মকর্তা ঘটনাস্থলে পৌছেছেন। তবে ঘটনার জন্য দায়ী কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।
সিবিএস টেলিভিশনে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এ ধরনের গুলির ঘটনা রোধে আমেরিকানদেরকে নিরাপদ রাখতে অনেক পদেক্ষেপ নেয়া যেতে পারে এবং সরকারের সকল পর্যায়ের কর্মকর্তাদের একসঙ্গে নির্দলীয়ভাবে এটি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
মাত্র এক সপ্তাহ আগে কলোরাডোয় এক বন্দুকধারী একটি Planned Parenthood clinic ঢুকে তিনজনকে গুলী করে হত্যা করে।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান