চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সমাবেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় ব্যানার-ফেস্টুনসহ বেশ কয়েকটি মাইক।
পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশে নাসিম বলেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয়। ওই নির্বাচনই হবে আওয়ামী লীগ- বিএনপির ফাইনাল খেলা। ওই খেলায় বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার হোয়াইট ওয়াস হবে।
সামনের দিনগুলো আওয়ামী লীগের জন্য কঠিন সময় উল্লেখ করে নাসিম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জো. ছেলুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগাঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।