ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরের তৃতীয় পর্বে ঢাকা ডায়নামাইটসকে ১০ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ৮। রান রেটে বরিশাল বুলস ও রংপুর রাইডার্সের চেয়ে এগিয়ে এখন কুমিল্লা।
টেস্ট দলে ডাক পাওয়ায় ফিরে যেতে হয়েছে কুমিল্লার ব্যাটিং ভরসা মারলন স্যামুয়েলসকে। অবৈধ বোলিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন স্পিন আক্রমণের সেরা অস্ত্র সুনিল নারাইন। জ্বরের জন্য কয়েকটি ম্যাচে খেলতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। চোটের জন্য এখন পর্যন্ত মাঠেই নামতে পারনেনি পেসার কামরুল ইসলাম রাব্বি। আরেক পেসার ওয়েস্ট ইন্ডিজে ক্রিসমার সান্টোকিও পড়েছেন চোটে।
বুধবার প্রথমবারের মতো খেলতে নেমে পেসার ডলার মাহমুদ মাঠ ছেড়েছেন কোনো বল না করেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চোট জর্জর দল নিয়েও শীর্ষে উঠার মন্ত্রটা জানান মাশরাফি।
“দল দেখে আসলে কখনো ক্রিকেট খেলা যায় না। আমাদের দলের সবার সামর্থ্য আছে পারফরম করার। সেটা যদি করতে পারি তাহলে আমাদের অবশ্যই সুযোগ থাকবে। শুধু এটাই সবাইকে বলেছি।”
জয়-পরাজয় নয়, সতীর্থদের প্রক্রিয়া ঠিক রাখার তাগিদ দিয়েছেন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক, “ভাগ্য আমাদের সঙ্গে আছে বলে ভালো পথে আছি আমরা। একটা-দুইটা ম্যাচ হেরে যেতেই পারি, এটা বড় কোনো বিষয় না। আমাদের প্রসেস ঠিক আছে কিনা, মাঠে কে ভালো খেলছে কে কি করছে এটাই গুরুত্বপূর্ণ।”
মাশরাফি মানছেন কাগজে কলমে রংপুর, ঢাকা তাদের চেয়ে শক্তিশালী দল, “সবাই কাগজে কলমে আমাদের চেয়ে ভালো। ওরা ভালো হতে পারে, কিন্তু আমাদের কাজটা আমাদের করতে হবে।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান