ভোলা: বোরহানউদ্দিন উপজেলায় এক কিশোরকে অপহরণের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আসাদ মিজি। তিনি উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার দেউলা ইউনিয়নের বড়পাতা গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্বাস উদ্দিন (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করা হয়। তার বাবার নাম রশিদ সর্দার। বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামে তাদের বাড়ি।
পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার দুপুরের মোটরসাইকেল যোগে এসে একদল দুর্বৃত্ত ফুলকাচিয়া গ্রাম থেকে আব্বাসকে তুলে নিয়ে যায়। এরপর তার পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরে আব্বাসের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার বিকালে বড়পাতা গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার এবং আসাদ মিজিকে গ্রেফতার করা হয। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।