অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

এস এম সাইফ রহমানের থিম ওয়ার্ডপ্রেসের সেরা ১৫ তে

বাংলার খবর২৪.কম: 500x350_79f16b87e382db70d64b9063d09af84f_2fd21966dedce624dcc63b0e34882916-1বিশ্বের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ব্যবস্থাপনা সফটওয়্যার ওয়ার্ডপ্রেসের নির্বাচিত ১৫ নকশার (থিম) মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এস এম সাইফ রহমানের তৈরি একটি থিম। নির্দিষ্ট সময় পর পর ওয়ার্ডপ্রেসের নকশা পর্যালোচনা দল সেরা ১৫ থিমকে ‘ফিচার্ড’ হিসেবে নির্বাচন করে। চলতি ফিচার্ড তালিকায় ডি ফাইভ ক্রিয়েশনের প্রধান নির্বাহী এস এম সাইফ রহমানের তৈরি ‘সিমপ্লিফাই’ থিমটি স্থান পেয়েছে। ডি ফাইভ ক্রিয়েশন নামেই থিম তৈরি করে প্রকাশ করেন সাইফ। বিনা মূল্যে পাওয়া থিমটি গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এক লাখ এক হাজারবার নামানো হয়েছে।
মূলত নকশা, স্ট্যান্ডার্ড কোডিং, নিরাপত্তা ইত্যাদি দিক বিবেচনায় এনে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ ফিচার্ড নকশা নির্বাচন করে। এ ক্ষেত্রে শুধু জনপ্রিয়তাই মানদণ্ড নয়। এস এম সাইফ রহমান বলেন, ‘এটা আমাদের জন্য আরেকটি বড় অর্জন। ডি ফাইভ ক্রিয়েশনের ৩৭টি নকশার মধ্যে ১৬টি নকশা ওয়ার্ডপ্রেসের অনুমোদন পেয়ে শীর্ষ তালিকায় আছে। এ ছাড়া সারা বিশ্বে দুই লাখ ৫০ হাজারেরও বেশি ওয়েবসাইট আমাদের তৈরি নকশায় চলছে।’ এর আগে এ থিমটি গত বছর ওয়ার্ডপ্রেসের সেরা ১০ থিমের তালিকায় জায়গা করে নেয়। থিমটি বিনা মূল্যে নামানো যাবে wordpress.org/themes/simplify ঠিকানার ওয়েবসাইট থেকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

এস এম সাইফ রহমানের থিম ওয়ার্ডপ্রেসের সেরা ১৫ তে

আপডেট টাইম : ০৬:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম: 500x350_79f16b87e382db70d64b9063d09af84f_2fd21966dedce624dcc63b0e34882916-1বিশ্বের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ব্যবস্থাপনা সফটওয়্যার ওয়ার্ডপ্রেসের নির্বাচিত ১৫ নকশার (থিম) মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এস এম সাইফ রহমানের তৈরি একটি থিম। নির্দিষ্ট সময় পর পর ওয়ার্ডপ্রেসের নকশা পর্যালোচনা দল সেরা ১৫ থিমকে ‘ফিচার্ড’ হিসেবে নির্বাচন করে। চলতি ফিচার্ড তালিকায় ডি ফাইভ ক্রিয়েশনের প্রধান নির্বাহী এস এম সাইফ রহমানের তৈরি ‘সিমপ্লিফাই’ থিমটি স্থান পেয়েছে। ডি ফাইভ ক্রিয়েশন নামেই থিম তৈরি করে প্রকাশ করেন সাইফ। বিনা মূল্যে পাওয়া থিমটি গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এক লাখ এক হাজারবার নামানো হয়েছে।
মূলত নকশা, স্ট্যান্ডার্ড কোডিং, নিরাপত্তা ইত্যাদি দিক বিবেচনায় এনে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ ফিচার্ড নকশা নির্বাচন করে। এ ক্ষেত্রে শুধু জনপ্রিয়তাই মানদণ্ড নয়। এস এম সাইফ রহমান বলেন, ‘এটা আমাদের জন্য আরেকটি বড় অর্জন। ডি ফাইভ ক্রিয়েশনের ৩৭টি নকশার মধ্যে ১৬টি নকশা ওয়ার্ডপ্রেসের অনুমোদন পেয়ে শীর্ষ তালিকায় আছে। এ ছাড়া সারা বিশ্বে দুই লাখ ৫০ হাজারেরও বেশি ওয়েবসাইট আমাদের তৈরি নকশায় চলছে।’ এর আগে এ থিমটি গত বছর ওয়ার্ডপ্রেসের সেরা ১০ থিমের তালিকায় জায়গা করে নেয়। থিমটি বিনা মূল্যে নামানো যাবে wordpress.org/themes/simplify ঠিকানার ওয়েবসাইট থেকে।