ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে একটি অনুমোদনহীন ও সাইনবোর্ড বিহীন ক্লিনিকে সিজার করার পর ২ নবজাতক শিশু মৃত্যু যাওয়ার ঘটনায় ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।
বুধবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান ক্লিনিকটি সিলগালা করেন।
জানা গেছে, মহেশপুর উপজেলার পাতিবিলা চড়কতলা নামক স্থানে হাতেম আলী নামের এক ব্যক্তি কোন অনুমোদন না নিয়েই সাইনবোর্ড বিহীন একটি ক্লিনিক পরিচালনা করে আসছিল। এই ক্লিনিকে রোগী সিজার অপারেশন করে আসছিল ডা. আশরাফুর আলম লিপু।
মঙ্গলবার রাতে উপজেলার ডুমুর তলা গ্রামের আব্দুল আলিম এর স্ত্রী মিনারা খাতুন (২৫) ও নাটিমা গ্রামের মনির হোসেনের স্ত্রী সীমা (২৭)কে ক্লিনিকে সিজার করানো হয়। পর তাদের দুটি নবজাতক মারা যায়।
এ ঘটনায় তাদের পরিবার অভিযোগ করলে স্থানীয় প্রশাসন আজ দুপুরে ক্লিনিকটি বন্ধ করে দেয় ।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান ক্লিনিকটি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ক্লিনিকের কোন সাইনবোর্ড,অনুমোদন নেই। তবে খাতাকলমে আখি লোপা ক্লিনিক বলে প্রচার করতো।
তিনি জানান , প্রশিক্ষিত নার্সও অভিজ্ঞ ডাক্তার নেই সেখানে। ক্লিনিক বন্ধ করে অন্য রোগীদের অ্যাম্বুলেন্সে করে মহেশপুর হাসপাতালে আনা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান