অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই আফ্রিদির হাফসেঞ্চুরি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাটিং ঝলক দেখিয়েছেন পাকিস্তানী তারকা শহিদ আফ্রিদি।

বুধবার সিলেট সুপারস্টার্সের হয়ে মাঠে নেমে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। মাত্র ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ‘বুম বুম’ খ্যাত এই তারকা। স্বদেশী মোহাম্মদ আমিরের বলে বোল্ড আউট হওয়ার আগে আফ্রিদি করেছেন ৪১ বলে ৬২ রান।

পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে থাকা দুই দল; সিলেট সুপারস্টার্স ও চিটাগাং ভাইকিংস। বুধবার সন্ধ্যায় বিপিএলে ঘুরে দাঁড়ানোর মিশনে মুখোমুখি হয়েছে এই দুই দল। আর সেই লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিং করছে সিলেট। তবে শুরুটা ভাল হয়নি মুশফিকুর রহিমের দলের। মাত্র ২২ রান তুলতেই ৪ উইকটে হারিয়েছে সুপারস্টার্সরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান এই ম্যাচে টস জিতেছে চিটাগাং ভাইকিংস। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। সিলেটের হয়ে ইনিংস ওপেন করেছেন দিলশান মুনাবিরা ও নুরুল হাসান। তবে প্রথম ওভারের তৃতীয় বলেই রান আউট হয়েছেন মুনাবিরা; দলীয় ৪ রানে।

এরপর পরবর্তী ১৮ রানের মধ্যেই নুরুল হাসান, রবি বোপারা ও অধিনায়ক মুশফিকের উইকেট হারিয়েছে সিলেট সুপারস্টার্স। এর মধ্যে ৯ বলে ১১ রান করা বোপারা পড়েছেন রান আউটের কবলে। আর নুরুল ৬ রান করে বিলওয়াল ভাটির এবং মুশফিক কোনো রান না করেই তাসকিন আহমেদের শিকারে পরিণত হয়েছেন।

দলের এই অবস্থায় আফ্রিদিকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। কিন্তু ব্যক্তিগত ৯ রানে শফিউল ইসলামের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েছেন তিনি। ৪৬ রানে পঞ্চম উইকেট হারিয়েছে সিলেট। দলীয় ৬৩ রানে নাজমুল হাসান মিলন আউট হলে বড় সংগ্রহের আশা মলিন হয়েছে সিলেটের। তবে আফ্রিদি ও আরেক পাকিস্তানী তারকা সোহেল তানভীরের ৬০ রানের জুটি হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে চিটাগংয়ের জন্য।

আসরে এটি সিলেট সুপারস্টার্সের পঞ্চম ও চিটাগাং ভাইকিংসের ৬ষ্ঠ ম্যাচ। ঢাকা পর্বে দুই দলের লড়াইয়ে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল চিটাগাং। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই আফ্রিদির হাফসেঞ্চুরি

আপডেট টাইম : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাটিং ঝলক দেখিয়েছেন পাকিস্তানী তারকা শহিদ আফ্রিদি।

বুধবার সিলেট সুপারস্টার্সের হয়ে মাঠে নেমে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। মাত্র ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ‘বুম বুম’ খ্যাত এই তারকা। স্বদেশী মোহাম্মদ আমিরের বলে বোল্ড আউট হওয়ার আগে আফ্রিদি করেছেন ৪১ বলে ৬২ রান।

পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে থাকা দুই দল; সিলেট সুপারস্টার্স ও চিটাগাং ভাইকিংস। বুধবার সন্ধ্যায় বিপিএলে ঘুরে দাঁড়ানোর মিশনে মুখোমুখি হয়েছে এই দুই দল। আর সেই লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিং করছে সিলেট। তবে শুরুটা ভাল হয়নি মুশফিকুর রহিমের দলের। মাত্র ২২ রান তুলতেই ৪ উইকটে হারিয়েছে সুপারস্টার্সরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান এই ম্যাচে টস জিতেছে চিটাগাং ভাইকিংস। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। সিলেটের হয়ে ইনিংস ওপেন করেছেন দিলশান মুনাবিরা ও নুরুল হাসান। তবে প্রথম ওভারের তৃতীয় বলেই রান আউট হয়েছেন মুনাবিরা; দলীয় ৪ রানে।

এরপর পরবর্তী ১৮ রানের মধ্যেই নুরুল হাসান, রবি বোপারা ও অধিনায়ক মুশফিকের উইকেট হারিয়েছে সিলেট সুপারস্টার্স। এর মধ্যে ৯ বলে ১১ রান করা বোপারা পড়েছেন রান আউটের কবলে। আর নুরুল ৬ রান করে বিলওয়াল ভাটির এবং মুশফিক কোনো রান না করেই তাসকিন আহমেদের শিকারে পরিণত হয়েছেন।

দলের এই অবস্থায় আফ্রিদিকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। কিন্তু ব্যক্তিগত ৯ রানে শফিউল ইসলামের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েছেন তিনি। ৪৬ রানে পঞ্চম উইকেট হারিয়েছে সিলেট। দলীয় ৬৩ রানে নাজমুল হাসান মিলন আউট হলে বড় সংগ্রহের আশা মলিন হয়েছে সিলেটের। তবে আফ্রিদি ও আরেক পাকিস্তানী তারকা সোহেল তানভীরের ৬০ রানের জুটি হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে চিটাগংয়ের জন্য।

আসরে এটি সিলেট সুপারস্টার্সের পঞ্চম ও চিটাগাং ভাইকিংসের ৬ষ্ঠ ম্যাচ। ঢাকা পর্বে দুই দলের লড়াইয়ে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল চিটাগাং। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।