ডেস্ক: ক্যামেরুনের প্রত্যন্ত উত্তরাঞ্চলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার এ খবর জানায়।
ওই এলাকাটিতে পার্শ্ববর্তী নাইজেরিয়ার বোকো হারাম জিহাদি গোষ্ঠী সাম্প্রতিক সময়ে উপর্যুপরি হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে নাইজেরিয়া সীমান্তবর্তী ওয়াজার দু’টি জেলায় দুই আত্মঘাতী ওই বোমা হামলা চালিয়েছে।
রাষ্ট্রীয় রেডিও এ খবর নিশ্চিত করে বলেছে, দুই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেরাসহ ছয়জনকে হত্যা করেছে। নিরাপত্তা সূত্রগুলো জানায়, নিহতদের মধ্যে ওয়াজার নিরাপত্তার দায়িত্বে থাকা বেসামরিক শান্তিরক্ষীও রয়েছে। এ হামলার জন্যে বোকা হারাম গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।
সূত্র: রয়টার্স ও এপির
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান