ঢাকা : বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাজার ব্যবস্থা (জিএসপি) সমস্যা সমাধানের জন্য আন্তরিক।
আজ রোববার সচিবালয়ে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে বৈঠকের পর বার্নিকাট এই মন্তব্য করেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘অনেকের মধ্যে একটি ধারণা আছে মার্কিন সরকার রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা খর্ব করেছে। কিন্তু সব ব্যাপার রাজনৈতিক না। মার্কিন সরকার একটি আইনের মাধ্যমে এই ধরনের সুবিধা দিয়ে থাকে।
‘মার্কিন সরকার সমস্যা সমাধানের জন্য আন্তরিক আছে’, যোগ করেন বার্নিকাট।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মার্কিন সরকারের প্রতি জিএসপি সুবিধা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, জিএসপি বাতিলের প্রধান শিকার হচ্ছেন গার্মেন্টসের নারী শ্রমিকরা।
প্রতিমন্ত্রী বাংলাদেশের নারী উন্নয়নে আমেরিকার আগ্রহের জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান