ডেস্ক : শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক শক্তিগুলোকে ক্ষমতায় আসতে বাধা দিলে দেশে রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটবে। এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) সভাপতি ইমরান খান।
করাচিতে পিটিআই ও পাকিস্তান জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ইমরান খান বলেন, মাত্র কয়েকশ’ পরিবারকে সাধারণ মানুষের রক্ত চোষার সুযোগ আর বেশিদিন দেবে না পাকিস্তানের জনগণ। আগামী ৫ ডিসেম্বর পাকিস্তানে তৃতীয় পর্যায়ের স্থানীয় সরকার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে এ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।
ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বলেন, স্থানীয় পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর সঙ্গে দ্বৈত আচরণ করছে এ কমিশন। অনেক আসনে সরকারি দলকে কারচুপির মাধ্যমে জিতিয়ে দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পিটিআই চেয়ারম্যান বলেন, রাজধানী ইসলামাবাদে তাকে স্বাধীনভাবে নির্বাচনি জনসভা করতে দেয়া হচ্ছে না; অথচ ক্ষমতাসীন মুসলিম লীগের নেতারা নির্বাচনি প্রচারের ক্ষেত্রে সব ধরনের আইন লঙ্ঘন করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তান নির্বাচন কমিশন এ ব্যাপারে চোখ-কান বন্ধ করে রেখেছে। সূত্র: রেডিও তেহরান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান