ডেস্ক: তিন সশস্ত্র সংগঠন লস্কর-ই-তাইয়েরা (এলইটি), হিজবুল মুজাহিদিন ও জাইশ-ই-মুহাম্মদের (জেইএম) হামলার আশঙ্কা করছে ভারতীয় গোয়েন্দারা।
পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই’র সঙ্গে সম্প্রতি এ তিনটি সংগঠন প্রধানের বৈঠক হয়েছে। কাকতালীয়ভাবে গোয়েন্দারা এ তথ্য পান মুম্বাই হামলার (২৬/১১) ৭ম বার্ষিকীতে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ত্রিশজনের মতো সশস্ত্র ব্যক্তিকে ভারতে হামলার জন্য বাছাই করেছে আইএসআই। তাদের রাখা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের কাছকাছি, যাতে নির্দিষ্ট লক্ষ্যে দ্রুত আঘাত হানতে পারে।
আইএসআই এ তিনটি সংগঠনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য দিচ্ছে এমন অভিযোগ ভারতীয় গোয়েন্দা সংস্থার। আইএসআই অফিসার শওকত খান সাম্প্রতিক এ আলোচনার নেতৃত্ব দেন। অন্যদিকে তিন সংগঠনের কর্মীরা আসে পেশওয়ার থেকে।
আরো বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত। তারা তুষারপাতে রাস্তা বন্ধ হওয়ার আগেই ভারতীয় ভূ খণ্ডে অনুপ্রবেশ করতে চায় বলেও জানা গেছে। গোয়েন্দারা আশঙ্কা করছে এক মাসের মধ্যে বড় ধরনের আঘাত হানা হতে পারে। তাই তারা সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিয়েছেন।
এর আগে ২০০০ সালে রেডফোর্ট হামলা, ২০০১ সালে সংসদে হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা ও ২০১১ সালে দিল্লি হাই কোর্টে হামলাসহ বেশ কিছু সিরিজ বোমা হামলার জন্য এ তিনটি দলকে দায়ী করে আসছে ভারতীয় কর্তৃপক্ষ। ওই সব হামলায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে সাজাও দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান