ঢাকা : রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজনীতিতে আসাটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাজধানীতে গারো সম্প্রদায় আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা-২০১৫’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, আমি সৈনিক ছিলাম। রাজনীতিবিদ হয়েছি। কাজটা বোধহয় ঠিক হয়নি। এখন রাজনীতি থেকে দূরে থাকতে চাই। অনেক হয়েছে। তোমাদের মাঝে আবার আসবো। হয়তো সে সময় কোনো পদ-পদবি থাকবে না।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানাগেছে চরমপন্থা ও আইএস নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে, এর বাইরেও আর কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান