চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটিতে জয় পেয়েছে। আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী পরিষদ সহসভাপতি ও যুগ্ম সম্পাদকসহ সাতটিতে জয়লাভ করেছে।
শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক আবদুর রশীদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি এমএম শাহজাহান মুকুল, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার অহিদুল আলম এবং সদস্য মাসুদ পারভেজ রাসেল, জামাল উদ্দিন, এসএম হুমায়ুন কবীর ও রুবিনা পারভীন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুর রশীদ চৌধুরী জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে মুন্সি মো: শাহজাহান মুকুল ৮০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ওই প্যানেলে দ্বিতীয় সহ-সভাপতি সিরাজুল ইসলাম ৭৬ ভোট, সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ৯৫ ভোট, দ্বিতীয় যুগ্ম-সম্পাদক খন্দকার অহিদুল আলম ৯২ ভোট, সদস্য মাসুদ পারভেজ রাসেল ৮৩ ভোট, সদস্য জামাল উদ্দিন ৭৭ ভোট, সদস্য এস.এম.হুমায়ন কবির ৭৬ ভোট ও সদস্য রুবিনা পারভিন রুমা ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
আওয়ামী লীগ-সমর্থিত ও সমমনা আইনজীবী পরিষদ থেকে সহসভাপতি মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক এসএম শরীফ উদ্দীন হাসু এবং সদস্য মনিবুল আলম পলাশ, মাসুদুর রহমান রানা, সুজাউদ্দিন, আনারুল হক ও আবু তালেব বিশ্বাস।
আজ শুক্রবার সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫৯ ভোটারের মধ্যে ১৫৬ জন ভোট দেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান