ঢাকা : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কোনো ব্যাংক যদি চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ফি হিসেবে টাকা-পয়সা নেয়, তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্যাংকিং মেলায় ব্যাংকার-গ্রাহক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে, কোনো ব্যাংক আপ্লিক্যান্টদের (আবেদনকারী) কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে না। যদি কোনো ব্যাংক এখনও টাকা নিয়ে থাকে তাহলে নামসহ অভিযোগ করলে জড়িত ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তদবিরে কেউ ঢুকতে পারবে না। মেধাবীরা যাতে পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি নিতে পারে তা নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক।
তদবিরে ব্যাংকে ঢুকবেন এ কালচার থেকে বেরিয়ে আসতে হবে।
অতিরিক্ত চার্জ প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চে চার্জসহ গ্রাহকের প্রাপ্য বিষয়গুলো টানিয়ে দেয়া হয়। বিষয়টি ব্যাংক প্রধানদের নিশ্চিত করতে হবে।
গ্রাহকদের ভোগান্তি কমাতে চার্জসহ বিভিন্ন সেবা ফেসবুক, ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।
ব্যাংকিং খাতে অনিয়ম আগের চেয়ে কমেছে জানিয়ে ড. আতিউর বলেন, তদারকির কারণে অনিয়ম আগের চেয়ে অনেক কমে এসেছে। তবে সম্পূর্ণ আসেনি। এ ধারা অব্যাহত থাকলে ব্যাংকিং খাতে আরও বেশি শৃঙ্খলা ফিরে আসবে।
তিনি জানান, এডিবি’র সহায়তায় ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরি পাবেন তারা। তৈরি হবেন নতুন উদ্যোক্তাও।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা রাজী হাসান ও ১৩টি বেসরকারি ব্যাংকের প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান