ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাকিস্তান সীমান্তের কাছে তঙ্গধারে ভারতীয় সেনা শিবিরে হামলার ঘটনায় তিন হামলাকারী ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ৬টার দিকে তিন থেকে চার হামলাকারী ভারী অস্ত্র নিয়ে লাইন অব কন্ট্রোলের কাছের ওই ক্যাম্পে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তঙ্গধর সেনা ব্যাটেলিয়ন সদরদপ্তরে পেছন দিক থেকে আক্রমণ করে হামলাকারীরা। এ সময় অস্ত্রধারীরা গ্রেনেড বিস্ফোরণও ঘটায়। বিস্ফোরণে সেনাবাহিনীর একটি তেলের পাম্পে আগুন ধরে যায়।
হামলার পরে সেনাবাহিনী অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা সেনা অভিযানের পর ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্যাম্পটিতে অন্তত ৮০ সেনা সদস্য ছিল।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, তিন সশস্ত্র হামলাকারী ও এক বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, হামলাকারীরা একে-৪৭ রাইফেল নিয়ে অফিসার্স মেসের ভেতরে অবস্থান নেয় এবং একটি ট্যাঙ্ক উড়িয়ে দেয়। এতে এক ব্যক্তি আহত হয়েছেন।
দুই সপ্তাহ আগে কুপওয়ারার মানিগাহ এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে সেনা সদস্যরা। গত সপ্তাহে ওই অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে সন্তোষ মাহাদিক নামে এক সেনাসদস্য নিহত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান