ব্রাসেলস : নতুন নির্বাচন নিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যখন চরম উদ্বেগ উৎকণ্ঠা, তখন সুষ্ঠু অবাধ ও নতুন নির্বাচনের দাবী উত্থাপিত হবে পৃথিবীর সর্ববৃহৎ সংসদ ইউরোপিয়ান পার্লামেন্টে। নতুন নির্বাচন যাতে নির্দলীয়, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হয় সেই আহবান সম্বলিত দাবিটি উত্থাপন করা হবে আজ বৃহস্পতিবার। চতুর্থবারের মত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ইউরোপিয়ান পার্লামেন্টে উত্থাপিত হবে। বিশ্লেষকরা আশা করছেন ইউরোপিয়ান পার্লামেন্টে দাবিটি পাশ হবে।
ইতিমধ্যেই খসড়া প্রস্তাব ইউরোপিয়ান পার্লামেন্টের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিটি গ্রুপ বাংলাদেশের সংকট নিরসনে তাদের মতামতসহ পৃথক পৃথক প্রস্তাব পার্লামেন্টের প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান