শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৪জন রিকসা চালক সর্বস্ব খুয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ধুনটমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ধুনটমোড় এলাকার ব্যবসায়ী শরীফ আহমেদ ও আলম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওই ঘটনায় আহত রঞ্জু মিয়া জানান, ৯সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার জয়দেবপুর থেকে শেরপুরে আসার উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো ট-১১-৯৩৪৯) তিনিসহ ৮জন রিকসা চালক ওঠেন। এর আগে তাঁরা সবাই মিলে জয়দেবপুর এলাকায় বিস্কুটসহ কোল্ড ড্রিংক্স পান করেন। পথিমধ্যে ট্রাকটি রাত অনুমান ৩টার দিকে টাঙ্গাইলে এসে যাত্রা বিরতি শেষে আবার রওনা হলে ৪জন রিকসা চালক আর ওই ট্রাকে ওঠেনি। এরই মধ্যেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের জামাল উদ্দিন সেখের ছেলে রঞ্জু মিয়া (৩০), একইগ্রামের ফিজার (২৩), ভানুডাঙা গ্রামের মোঃ হবি (৩০) ও সোবহান (৩০) অচেতন হয়ে পড়েন। তবে তাঁদের কাছ থেকে টাকাসহ কি কি খোয়া গেছে তা রঞ্জু মিয়া প্রাথমিকভাবে জানাতে পারেননি। পরে তাঁদেরকে অচেতন অবস্থায় শেরপুর পৌরশহরের ধুনটমোড় এলাকায় ট্রাক থেকে নেমে দেওয়া হয়। আহতদের মধ্যে রঞ্জু মিয়া কোন রকম কথা বলতে পারলেও বাকিরা তখনও সম্পুর্ন অচেতন অবস্থায় মহাসড়কের পাশে পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার রঞ্জুর মিয়ার দেওয়া ঠিকানামতো পাঠিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) টিপু সুলতান জানান, এ ধরনের ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজখবর নেবেন বলে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন।
শিরোনাম :
শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন ৪ রিকসা চালক
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
- ১৫৪২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ