ঢাকা: ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিন স্বীরোক্তিমূলক জবানবন্দি না দেয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ নির্দেশ দিয়েছেন।
এর আগে সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে মতিনকে তিন ঘণ্টা সময় দেয়া হয়েছে। এই সময় শুরু হয়েছে দুপুর পৌনে ২টা থেকে। কিন্তু সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নে দেয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।
আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে মতিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে আদালতের কাছে আবেদন জানান।
জিআরও এসআই ফরিদ মিয়া জানিয়েছেন, মতিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। তাঁকে আইন অনুযায়ী ভাবার জন্য তিন ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। পরে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর জবানবন্দি রেকর্ড করবেন। বিচারকের খাস কামরায় তাঁকে রাখা হয়।
এর আগে গত শুক্রবার মতিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত। এ ছাড়া গত ৫ নভেম্বর তাঁকে হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আট দিনের রিমান্ডে পাঠান।
গত ৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।