সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার রাত ১০টার দিকে ফল প্রকাশিত হয়।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.sust.edu/admission থেকে জানা যাবে। এছাড়াও যে কোনো মোবাইল অপারেটর থেকে SUSTRESULTAdmission Roll লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ ফল জানা যাবে।
উল্লেখ্য, গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট নগরীর ৩১টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুদের উপস্থিতি ছিল প্রায় ৮৫ শতাংশ।
এ বছর বিশ্ববিদ্যালয়ের দু’টি ইউনিটে ১৪৪৮ আসনের বিপরীতে সর্বমোট ৪১২৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান