অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

অচেনা মাঠে কাহিলের হ্যাটট্রিক, হার মামুনুলদের

ঢাকা: উত্তর পাশের গ্যালারিতে গোটা দশেক অস্ট্রেলিয়া সমর্থক। পতাকা নিয়ে যারা সমর্থন দিয়েছেন সফরকারীদের। স্টেডিয়ামের বাকি সব প্রান্তের দিক থেকেই সমর্থন পেয়েছে মামুনুল বাহিনী।

তবে প্রায় ২০ হাজার ভক্তের সমর্থন উপেক্ষা করে মাঠ যেন কথা বলেছে সকারুজ খ্যাত অস্ট্রেলিয়ার পক্ষেই। মঙ্গলবার বাংলাদেশ বিশ্বকাপ ২০১৮-এর বাছাইপর্বের শেষ হোম ম্যাচে ৪-০ গোলে হেরেছে। ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি; দ্বিতীয়ার্ধে কোনো গোল না খাওয়া।

মাঠটা একবারেই অচেনা ছিল টিম কাহিলের জন্য। কোনোদিন খেলা তো দূরে থাক; এক সেশন অনুশীলনও করেননি। সেই মাঠেই ইংলিশ ক্লাব এভারটনের সাবেক এই স্ট্রাইকার হ্যাটট্রিক পূর্ণ করতে সময় নিয়েছেন মাত্র ৩৭ মিনিট। গোলের সূচনা করেছিলেন ৬ মিনিটে। বামপ্রান্তে বক্সের অনেকটা বাইরে থেকে অ্যারন মুইয়ের ফ্রি কিক থেকে বক্সের সামনে হেডের সাহায্যে টিম কাহিল অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়েছেন।

ব্যবধান দ্বিগুণ হয়েছে ৩২ মিনিটে। ডানপ্রান্ত থেকে এ্যারন মুইয়ের দেওয়া ক্রসে পোস্টের ঠিক সামনে বল পান টিম কাহিল। তিন দফা চেষ্টা করে এক ডিফেন্ডার ও গোলরক্ষকে পরাস্ত করে সেখান থেকে বল জালে জড়িয়েছেন তিনি। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন কাহিল। বামদিক থেকে মুইয়ের মাইনাস শটে দেওয়া বল আলতো করে গোলপোস্টে ঠুকে দিয়েছেন তিনি।

প্রথমার্ধেই আরো এক দফা ব্যবধান বাড়িয়েছে অস্ট্রেলিয়া। ৪৩ মিনিটে বামপ্রান্তে মুইয়ের ফ্রি কিকে দেওয়া বল পান বেলি রাইট। সেই বল আলতো হেড করে ফাঁকায় দাঁড়িয়ে থাকা জেডিনাককে দেন তিনি। পোস্টের ঠিক সামনে থেকে বাংলাদেশের জালে আলতোভাবে বল ঠুকে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

প্রথমার্ধে মাঝের ১৫ থেকে ২০ মিনিট সময় বাংলাদেশ অবশ্য খেলায় ফিরেছিল দুর্দান্তভাবে। এক গোলে পিছিয়ে যাওয়ার পরই হঠাৎ আক্রমণাত্মক খেলতে থাকেন মামুনুলরা। এ সময় গোলের দুটি সুযোগও পেয়েছে বাংলাদেশ। ১৫ মিনিটে ডান দিক থেকে মামুনুলের কোণাকুনি শটে বল পান জামাল। বক্সের ভিতরে সেই বলে কিক নিলেও তা চলে যায় অস্ট্রেলিয়ার গোলরক্ষকের হাতে।

পরের মিনিটেই গোলের দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন নাবিব নেওয়াজ জীবন। বক্সের মধ্যে বল পেয়েও শট না নিয়ে বাম দিকে দিয়ে দেন। ওখানে কেউ না থাকায় বল বাংলাদেশের হাত ছাড়া হয়ে যায়।

প্রথমার্ধে ৪ গোলই ম্যাচে বাংলাদেশের প্রতিদ্বন্দ্ব্তিার জায়গা শেষ হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধটা তুলনামূলক ভালো খেলেছে ফ্যাবিও লোপেজের শিষ্যরা। আক্রমণ-রক্ষণ সবদিকেই ভারসাম্যপূর্ণ খেলেছে তারা। গোলের ছোট-খাট সুযোগও এসেছে। ৪৯ মিনিটে দুর্দান্ত আক্রমণ করেছিল বাংলাদেশ। বাম দিক থেকে হেমন্তের দেওয়া বল বক্সের ঠিক সামনে পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিয়েছেন জীবন।

এরপর দুদলই গোলের প্রচেষ্টা অব্যাহত রাখে। কিন্তু সেই প্রচেষ্টায় সফল হয়নি কেউই। তাই শেষ অব্দি ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ‘সকারুস’ নামে খ্যাত অস্ট্রেলিয়ানরা। এর আগে অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

অচেনা মাঠে কাহিলের হ্যাটট্রিক, হার মামুনুলদের

আপডেট টাইম : ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

ঢাকা: উত্তর পাশের গ্যালারিতে গোটা দশেক অস্ট্রেলিয়া সমর্থক। পতাকা নিয়ে যারা সমর্থন দিয়েছেন সফরকারীদের। স্টেডিয়ামের বাকি সব প্রান্তের দিক থেকেই সমর্থন পেয়েছে মামুনুল বাহিনী।

তবে প্রায় ২০ হাজার ভক্তের সমর্থন উপেক্ষা করে মাঠ যেন কথা বলেছে সকারুজ খ্যাত অস্ট্রেলিয়ার পক্ষেই। মঙ্গলবার বাংলাদেশ বিশ্বকাপ ২০১৮-এর বাছাইপর্বের শেষ হোম ম্যাচে ৪-০ গোলে হেরেছে। ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি; দ্বিতীয়ার্ধে কোনো গোল না খাওয়া।

মাঠটা একবারেই অচেনা ছিল টিম কাহিলের জন্য। কোনোদিন খেলা তো দূরে থাক; এক সেশন অনুশীলনও করেননি। সেই মাঠেই ইংলিশ ক্লাব এভারটনের সাবেক এই স্ট্রাইকার হ্যাটট্রিক পূর্ণ করতে সময় নিয়েছেন মাত্র ৩৭ মিনিট। গোলের সূচনা করেছিলেন ৬ মিনিটে। বামপ্রান্তে বক্সের অনেকটা বাইরে থেকে অ্যারন মুইয়ের ফ্রি কিক থেকে বক্সের সামনে হেডের সাহায্যে টিম কাহিল অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়েছেন।

ব্যবধান দ্বিগুণ হয়েছে ৩২ মিনিটে। ডানপ্রান্ত থেকে এ্যারন মুইয়ের দেওয়া ক্রসে পোস্টের ঠিক সামনে বল পান টিম কাহিল। তিন দফা চেষ্টা করে এক ডিফেন্ডার ও গোলরক্ষকে পরাস্ত করে সেখান থেকে বল জালে জড়িয়েছেন তিনি। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন কাহিল। বামদিক থেকে মুইয়ের মাইনাস শটে দেওয়া বল আলতো করে গোলপোস্টে ঠুকে দিয়েছেন তিনি।

প্রথমার্ধেই আরো এক দফা ব্যবধান বাড়িয়েছে অস্ট্রেলিয়া। ৪৩ মিনিটে বামপ্রান্তে মুইয়ের ফ্রি কিকে দেওয়া বল পান বেলি রাইট। সেই বল আলতো হেড করে ফাঁকায় দাঁড়িয়ে থাকা জেডিনাককে দেন তিনি। পোস্টের ঠিক সামনে থেকে বাংলাদেশের জালে আলতোভাবে বল ঠুকে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

প্রথমার্ধে মাঝের ১৫ থেকে ২০ মিনিট সময় বাংলাদেশ অবশ্য খেলায় ফিরেছিল দুর্দান্তভাবে। এক গোলে পিছিয়ে যাওয়ার পরই হঠাৎ আক্রমণাত্মক খেলতে থাকেন মামুনুলরা। এ সময় গোলের দুটি সুযোগও পেয়েছে বাংলাদেশ। ১৫ মিনিটে ডান দিক থেকে মামুনুলের কোণাকুনি শটে বল পান জামাল। বক্সের ভিতরে সেই বলে কিক নিলেও তা চলে যায় অস্ট্রেলিয়ার গোলরক্ষকের হাতে।

পরের মিনিটেই গোলের দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন নাবিব নেওয়াজ জীবন। বক্সের মধ্যে বল পেয়েও শট না নিয়ে বাম দিকে দিয়ে দেন। ওখানে কেউ না থাকায় বল বাংলাদেশের হাত ছাড়া হয়ে যায়।

প্রথমার্ধে ৪ গোলই ম্যাচে বাংলাদেশের প্রতিদ্বন্দ্ব্তিার জায়গা শেষ হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধটা তুলনামূলক ভালো খেলেছে ফ্যাবিও লোপেজের শিষ্যরা। আক্রমণ-রক্ষণ সবদিকেই ভারসাম্যপূর্ণ খেলেছে তারা। গোলের ছোট-খাট সুযোগও এসেছে। ৪৯ মিনিটে দুর্দান্ত আক্রমণ করেছিল বাংলাদেশ। বাম দিক থেকে হেমন্তের দেওয়া বল বক্সের ঠিক সামনে পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিয়েছেন জীবন।

এরপর দুদলই গোলের প্রচেষ্টা অব্যাহত রাখে। কিন্তু সেই প্রচেষ্টায় সফল হয়নি কেউই। তাই শেষ অব্দি ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ‘সকারুস’ নামে খ্যাত অস্ট্রেলিয়ানরা। এর আগে অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে।