নড়াইল : নড়াইলে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলান (জেএসএ) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
বুধবার বিকেলে নড়াইল-কালনা সড়কের সীমাখালী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমাখালী ঘাট থেকে লোহাগড়াগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী ইঞ্জিন চালিত জেএসএ থ্রিহুইলার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জেএসএ দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বাবু ও পরে অজ্ঞাত আরেক জন মারা যায়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুত্বর আহতরা হলেন- আহত অবস্থায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের জেসিন (১১), একই ইউনিয়নের শারমিন সুলতানা (২৫) লক্ষ্মীপাশা ইউনিয়নের শাহাবুল ইসলাম (২২), চন্ডীবরপুর ইউনিয়নের বৃষ্টিকে (১৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে হারুন (৫০), ইলিয়াস (৩০), চম্পা (৩০) ও রোজিনা (২৪) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান