বাংলার খবর২৪.কম, আদমদীঘি(বগুড়া) : বুধবার বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্টেশন এলাকার স্টেশন কলোনীতে অবৈধভাবে রেলওয়ে কোয়াটারে বসবাসকারি ও অবৈধভাবে তৈরী করা বসত বাড়ীর মধ্যে নারী, মাদক ও চোরাচালান ব্যবসা এবং জুয়ার আসর বসানো হয় এমন অভিযোগে ১০ কোয়াটারে থাকা অবৈধ বাসিন্দাদের বের করে দেওয়া হয়। এবং অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর ভারপ্রাপ্ত প্রধান ভূ-সম্পত্তি (পাকশী বিভাগীয়) কর্মকর্র্তা মোস্তাক আহম্মেদ সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অবৈধ ভাবে রেলওয়ে কোয়াটারে বসবাসকারি এবং অবৈধ ভাবে তৈরী সকল বস্তি উচ্ছেদ করতে আসে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং বিপুল সংখ্যক বিজিবি, আদমদীঘি থানা ও জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী নিয়ে বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করার পূর্ব মূহুর্তে আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নেতৃৃত্বে স্থানীয় সরকার দলীয় নেতা ও কর্মীরা এসব অবৈধ বাসিন্দাদের আগামী ঈদুল আজহা পর্যন্ত সময় দেওয়ার অনুরোধ করেন। ফলে উচ্ছেদ অভিযান সংক্ষিপ্ত করা হয়। এ সময় ওই সব অপকর্মকারীদের উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে সংক্ষিপ্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়। এর পর আর কোন সময় দেয়া হবে না বলে ওই উর্ধতন কর্মকর্তা আল্টিমেটাম দিয়ে যান।
শোক সংবাদ
বগুড়ার সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান সুজনের মাতা জাহানারা বেওয়া বুধবার সকালে হঠাৎ অসুস্থ্য তার নিজ বাড়ি পৌর শহরের নতুন বাজার মহল্লায় ইন্তেকাল করেছেন। (ইন্না------রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ৪ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। বৃহস্প্রতিবার সকাল ৯টায় সান্তাহার পৌর বালিকা বিদ্যালয়ের মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি নতুন বাজার মহল্লার মৃত ওমর ফারুকের স্ত্রী। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মোমিন তালুুকদার খোকা, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, আদমদীঘি থানা যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের সভাপতি মামনুর রশীদ মামুন, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম, যুবদল নেতা শিপলু খান, সান্তাহার পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক রাজিব খান রানা, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান লিটন, ছাত্রদল নেতা জহির রায়হান শুভ, জন, শাহিনুর রহমান সোহেল সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান