ডেস্ক: আততায়ীর গুলিতে প্রাণ হারান চিত্তুরের মেয়র কাটারি অনুরাধা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে নিজ দপ্তরে খুন হন তিনি। এই হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্বামী।
জানা যায়,মঙ্গলবার দুপুরে স্বামী তথা তেলেগু দেশম পার্টির নেতা কাটারি মোহনের সঙ্গে চিত্তুর পুরভবনের ভিতর নিজের চেম্বারে বসে আলোচনা করছিলেন মেয়র। আচমকা নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে সেখানে ঢুকে পড়ে বোরখায় আত্মগোপনকারী একদল দুষ্কৃতী। প্রথমে ছুরি হাতে কাটারি দম্পতির উপর ঝাঁপিয়ে পড়ে তারা। তার পর সরাসরি অনুরাধাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
পুলিশ জানান, ঘটনাস্থলেই মারা যান মেয়র কাটারি অনুরাধা। দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন তাঁর স্বামী কাটারি মোহন। স্থানীয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কাটারি মোহনের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক।
ঠিক কী কারণে মেয়র ও তাঁর স্বামীর উপর হামলা চালানো হয়েছে, সে ব্যাপারে ধোঁয়াশায় গোয়েন্দারা। মনে করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই কাটারি দম্পতিকে হত্যার ছক কষা হয়েছিল। ঘটনার তদন্ত চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান