বাংলার খবর২৪.কম, রংপুর : রংপুরে ডাকাতদের হামলায় এক নৈশ্য প্রহরি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নগরীর মুন্সিপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুরে ওসির রংপুরের বাড়িতে চুরি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, মুন্সিপাড়া এলাকার ব্যবসায়ী নাসিরুল ইসলাম সিজুর বাড়ীতে গভীর রাতে ৭-৮ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হানা দেয়। এ সময় সেখানে থাকা নৈশ প্রহরী আদম আলী (৩৯)তাদের বাধা দেয়। এতে ডাকাতরা তার হাত পা তার দিয়ে বেধে মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়িতে প্রবেশ করে ৩ টি মোটর সাইকেল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। নিহত আদম আলীর বাড়ি রংপুর নগরীর কেরানীপাড়ায় । তার বাবার নাম ইয়াকুব আলী বলে জানা গেছে।
এদিকে একই রাতে দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেনের রংপুর মহানগরীর আলমনগর খামারপাড়া এলাকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দলের সদস্যরা একটি পালসার মোটর সাইকেল ও নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, ডাকাতির ঘটনা ২টি খতিয়ে দেখা হচ্ছে। ডাকাত দলকে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার রংপুর জেলা ও মহানগর বিএনপি নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গ্র্যান্ড হোটেল মোড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর দলীয় কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, আনিসুর রহমান লাকু, সালেকুজ্জামান সালেক প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান