ডেস্ক: পার্লামেন্টের এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়েছেন, প্যারিসে জঙ্গি হামলার পর ‘দেশটি যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে’।
পার্লামেন্টের দু’কক্ষের যৌথ এক বিরল অধিবেশনের এ ভাষণে তিনি আরো বলেন, হামলার পর জারি করা জরুরি অবস্থা তিনমাস বাড়ানোর জন্য তিনি একটি বিল উত্থাপন করবেন।
ফ্রান্স কেবল ইসলামিক স্টেটকে (আইএস) দমনই করবে না বরং এ গোষ্ঠীকে ধ্বংস করে দেবে বলেও জানান তিনি।
প্যারিসের কয়েকটি বার, রেস্তরাঁ, একটি কনসার্ট হলে এবং জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রঁসে শুক্রবার রাতে চালানো হামলায় ১২৯ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে আইএস।
জঙ্গিরা আগামী দিনগুলোতে আবারো আঘাত হানতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। এ হামলা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বলেন তিনি।
ওদিকে, প্রেসিডেন্ট ওলাঁদ আইএসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
বিবিসি জানায়, ওলাঁদ নিরাপত্তা বাহিনীর জন্য আরো ব্যয় বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসঙ্গে আইএস এর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার জন্য বৃহস্পতিবার শার্ল দ্য গল বিমানবাহী রণতরী নামানো হবে বলেও জানিয়েছেন তিনি।