বাংলার খবর২৪.কম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলার রায়ে মানসুর ওরফে মুনসুর (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা (২য়) জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির বুধবার সকালে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত মানসুর ওরফে মুনসুর উল্লাপাড়া উপজেলার রাগববাড়িয়া গ্রামের কালাচানের ছেলে। এ মামলার অপর আসামী একই এলাকার আব্দুল মজিদের ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না তাকে বেকসুল খালাস দেয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৪ নভেম্বর ব্যবসায়ীক দ্বন্দের কারনে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর এলাকার নবী চাঁদ ব্যাপারীর ছেলে মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৩২) নিখোজ হয়। পরের দিন ৫ নভেম্বর উল্লাপাড়া উপজেলার নবীপুর গ্রাম থেকে তার জবাই করা ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুলবুলি খাতুন বাদী হয়ে ২জনের নামে হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক উল্লেখিত রায় প্রদান করেন আদালত। সরকার পক্ষে এপিপি এ্যাডঃ আব্দুল হামিদ সরকার মামলা পরিচালনা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান