চুয়াডাঙ্গা: চূয়াডাঙ্গায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১জন নিহত ও ৮ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় গ্রুপের মধ্যে বোমাবাজি হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহে বাজার সংলগ্ন এলাকায় এই সংঘর্ষে যুবলীগ কর্মী আজিজুল ইসলাম(৩৫) নিহত হয়েছে। এসময় যুবলীগ কর্মী বুদো মিয়াসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। নিহত আজিজুল ইসলাম সদর উপজেলার মানিকদিহি পাড়ার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সন্ধ্যায় আজিজুল ও বুদো মিয়া সহ ৬-৭জন ডিঙ্গেদহ বাজার সংলগ্ন এলাকায় বসে গল্প করছিল। এসময় ১০-১২জন একটি দল আজিজুল ও বুদো মিয়ার হামলা চালায়। এরপর পালিয়ে যাওয়ার সময় তাদের বোমা হামলায় আজিজুল নিহত এবং বুদোমিয়াসহ কমপক্ষে ৮জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আজিজুলের লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নঈম গ্রুপের সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের অভিযোগ করেন, যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান জিপু চৌধুরী ও জিল্লু রহমান গ্রুপের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি ঘটনার সময় আলমডাঙ্গায় একটি অনুষ্ঠানে ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, তবে পূর্বশত্রুতার জের ধরে এঘটনা ঘটতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান