চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনার চাঞ্চল্যকর হাবিব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, সূত্রে খবর পেয়ে সোমবার রাত ৮টার সময় তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে দর্শনার চাঞ্চল্যকর হাবিব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হন।
ফয়সাল যশোর চৌগাছার ফরহাদ পিওনের পুত্র। ২০০৬ সালে দামুড়হুদা পোস্ট অফিসে কর্মরত ফরহাদ পিওনের পুত্র ফয়সাল তার বন্ধু বাবু কে কৌশলে দর্শনাতে নিয়ে এসে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
১৫-১১-২০০৬ তারিখে ফয়সালসহ ২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। ফয়সালের অনুপস্থিতিতে বিচার কার্য শেষে আদালত ২ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। অপর আসামি সেই থেকে সাজা ভোগ করছেন, কিন্তু ফয়সাল এতদিন পলাতক ছিলেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, মঙ্গলবার ফয়সালকে জেলহাজতে প্রেরণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান