বাংলার খবর২৪.কম, খুলনাঃ নতুন করে বাকশাল কায়েমের যে কোন অপচেষ্টা জনগন রুখে দেবে। বিচারপতিদের অভিসংশন বিল পাশের মাধ্যমে সরকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকছে অভিযোগ করে এখনই এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন খুলনার ২০ দলীয় জোট নেতারা। শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয়, আইনজীবীসহ সকল পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ হয়ে গণবিরোধী এসব আইন প্রণয়নের বিরুদ্ধে রুখে দাড়ানোর ডাক দিয়েছেন তারা। অবৈধ অনির্বাচিত সরকার ক্ষমতা কুক্ষিগত করতে সম্প্রচার নীতিমালা, অভিসংশন আইনসহ একের পর কালাকানুন করতে চায়। দেশে নতুন করে বাকশাল কায়েমের যে কোন অপচেষ্টা জনগন রুখে দেবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারন করেন। বিচারপতিদের অভিসংশন বিল প্রণয়নের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে খুলনায় ২০ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশ শেষে এক বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম, জাগপার সভাপতি সালাউদ্দিন মিঠু, লেবার পার্টির সভাপতি লোকমান হাকিম, বিএনপি নেতা সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, মোল্যা আবুল কাশেম, জলিল খান কালাম, শেখ খায়রুজ্জামান খোকা, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নাসিরউদ্দিন, মহানগরী জামায়াতের সহকারি সেক্রেটারি খান গোলাম রসুল, বিএনপি নেতা ফখরুল আলম, আমির এজাজ খান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, আরফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, এস এম আরিফুর রহমান মিঠু প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান