ডেস্ক : প্যারিসে গুলিবর্ষণ এবং বোমা হামলার জন্য যে ব্যক্তিটিকে ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছিল তাকে সীমান্তে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়েছে।
বেলজিয়াম সীমান্তের কাছে পুলিশ একটি গাড়ি থামায় এবং এতে ২৬ বছর বয়সী সালাহ আবদেস সালাম ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কাগজপত্র পরীক্ষা করা হয়।
যে ৩ ভাইকে ওই হামলার জন্য সরাসরি যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে একজন আবদেস সালাম। তাকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়া সন্দেহ ভাজন একজন বাতাক্লান কনসার্ট হলে প্রাণ হারিয়েছেন এবং আরেকজন বেলজিয়ামে আটক হয়েছেন।
এদিকে ফ্রান্সে নিহত একশো উনত্রিশ জনের স্মরণে নটরডেম ক্যাথেড্রালে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
নিহতদের মধ্যে এখনও ত্রিশ জনের মৃতদেহ সনাক্ত করা বাকি রয়েছে। অনেক পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের খুঁজছেন।
সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ফ্রান্সের যুদ্ধবিমান।
প্যারিসে ভয়াবহ সিরিজ হামলার দু'দিন পরেই এই হামলা চালানো হলো।
বারোটি উড়োজাহাজ থেকে অন্তত বিশটির মতো বোমা ফেলা হয় শহরটির বিভিন্ন স্থানকে লক্ষ্য করে।
এর মধ্যে আইএস যোদ্ধাদের একটি ট্রেনিং ক্যাম্পও রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ প্যারিসে শুক্রবারের হামলার পর এর বিরুদ্ধে নির্মম প্রতিশোধের যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, এই বিমান হামলার মধ্য দিয়ে তার সূচনা বলে মনে করা হচ্ছে।
সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান