ঢাকা: মোবাইল ফোনের ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপ সংক্রান্ত উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল ২০১৫ সংসদে পাস করা হয়েছে।
সরকার মোবাইল অপারেটরদের কাছ থেকে এই সারচার্জ আদায় করবে। এছাড়া বিলের ওপর দেওয়া জাতীয় পার্টির ফখরুল ইমামের একটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাব অনুযায়ী মোবাইল ফোনের মেমোরি কার্ডের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আদায় করা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের জন্য প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।