রাজশাহী : প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসান আজিজুল হকের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে এ হুমকি দেওয়া হয়। কে বা কারা এ হুমকি দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
অপরিচিত নম্বর থেকে আসা মোবাইল ফোনে হাসান আজিজুল হককে বলা হয়, “আপনি যেভাবে চলাফেরা করছেন, তাতে আপনার খবর আছে। এভাবে চলাফেরা করবেন না।” এসময় হত্যারও হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। এমন কথা শুনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তার জন্য তিনি থানায় জিডি করবেন বলে জানিয়েছেন। হাসান আজিজুল হক মতিহার থানার বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী বিহাস (আবাসিক) এলাকায় বসবাস করেন
হুমকি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাসান আজিজুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। এ জীবন নিয়ে তারা (জঙ্গি-সন্ত্রাসী) আর কী করবে? আমার দুশ্চিন্তা হয় তরুণ প্রজন্মের জন্য, যারা আজ প্রগতির পক্ষে সরব। হাসান আজিজুল হক প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি।
এদিকে হাসান আজিজুল হককে হত্যার হুমকির নিন্দা জানিয়েছেন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রতন সিদ্দিকী। তিনি হাসান আজিজুল হকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
রাজশাহীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকির বিষয়টি কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। কিন্তু তার পরিবার বা কেউ এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেন নি। আর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কিছুক্ষণ পর পুনরায় যোগাযোগ করতে বলেন ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান