বাংলার খবর২৪.কম ডেস্কঃ অবশেষে ইসরাইল স্বীকার করেছে যে প্রতিটি যুদ্ধের পরই ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শক্তিশালী হয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে হামাস সেখানকার জনগণের নিরঙ্কুশ সমর্থন পাচ্ছে এবং ইসরাইলের সঙ্গে যতবার যুদ্ধ হচ্ছে ততবারই তাদের সমর্থন বেড়ে যাচ্ছে।
সন্ত্রাসবাদ-বিরোধী এক সম্মেলনে লিবারম্যান বলেন, প্রতিটি সঙ্ঘাতের পর হামাস রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। আর সম্প্রতিক জনমত জরিপে দেখা যায়, গাজার কর্তৃত্বকারী শক্তিতে পরিণত হয়েছে হামাস।
তিনি জানান, রাজনৈতিক শক্তির পাশাপাশি হামাস তার রকেটের শক্তিও বাড়িয়ে চলেছে। বিশেষ করে ২০০৮-০৯ সাল ও ২০১২ সালের যুদ্ধের পর হামাস রকেটের শক্তি অনেক বাড়িয়েছে। এবারের ৫০ দিনের যুদ্ধের পরও একই কাজ করতে সম হয়েছে তারা। আগে তাদের রকেটের পাল্লা সেদরোত শহর পর্যন্ত থাকলে এখন তার পাল্লা তেল আবিব ও রিশন লেতজিওন শহর পর্যন্ত।
লিবারম্যান স্বীকার করেন, গাজা যুদ্ধের পর হামাস নেতা ইসমাইল হানিয়ার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এ মুহূর্তে নির্বাচন হলে সমগ্র ফিলিস্তিনি ভূখণ্ডে হানিয়া শতকরা ৬৬ ভাগ ভোট পাবেন।
সূত্র : রেডিও তেহরান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান