-একজন নিশাদ
দোতলার বাম পাশে
তিন বেড রুমের পরতে পরতে
তোর আমার কিছু সপ্নদের বসবাস ছিল,
শিতাতপ নিয়ন্ত্রিত চকচকে ঘরগুলো
তৃষিত প্রানে ছড়িয়ে দিত উদ্বেগরহিত আনন্দ,
এলোমেলোভাবে তোর ছড়ানো ছেটানো কাপড়গুলোর
ভাজ করাতে মিলত সত্যের উপলব্ধি হতে উৎপন্ন
গভীর অনুভূতি,
আমার আয়ত্বে ছিল অবাধ সুখ।
এখানে আশেপাশে কখনো কোন সমুদ্র ছিল না,
ছিলনা উত্তাল ঢেউ।
কোথা থেকে এক প্রবল বাতাসের বেগের সাথে
অনিচ্ছেতে চলে গেলি তুই
শোবার ঘরের বিছানা, রান্নাঘরের তাক, ডাইনিং টেবিল
সবকিছু জুড়ে এক নিথর শুন্যতা রেখে
উঠিয়ে নিয়ে গেছে তোর আমার সমস্ত সুখের অনুভুতিগুলো।
আলমিরায় পড়ে আছে তোর গোছানো কাপড়
শুধু কোথাও রঙ নেই,
সুক্ষাতিসুক্ষ কাপড়গুলোর প্রতিটি বুননে রেখে গেছিস
কষ্টের বিচ্ছিন্ন ছাপ।
এখানে আশেপাশে কখনো কোন সমুদ্র ছিল না
কখনো গর্জন শুনিনি বাতাসের।
দোতলার বাম পাশে
তিন বেড রুমের পরতে পরতে
তোর আমার কিছু সপ্নদের বসবাস ছিল।
আজও সব আছে স্ব-হালে
তবু কিছু নেই, কিছুই নেই
শুধুই তুই নেই বলে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান