ডেস্ক: ফরাসী বন্দর কালাইসের কাছাকাছি অবস্থিত ‘জঙ্গল’ নামে বিশাল শরণার্থী শিবিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । রাজধানী প্যারিসে শুক্রবার রাতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পরপরই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে প্যারিসের ক্ষুব্ধ বাসিন্দারাই এ ঘটনা ঘটিয়েছে। কেননা এ শিবিরে আশ্রয়ে নিয়েছেন সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী প্রত্যাশীরা ।
কালাইসের ডেপুটি মেয়র ফিলিপ মিগনোনেট আরটি বার্তা সংস্থাকে জানান, তারা আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরো জানান, ১০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এ আগুন ছড়িয়ে পড়েছে। তবে ভয়াবহ এ অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে তিনি আর কিছু জানাতে পারেননি।
তিনি কেবল এতটুকু জানাতে পেরেছেন যে আগুন নেভাতে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাতাস প্রবল থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে।
মেয়র ফিলিপ মিগনোনেট জানান, আগুন লাগার পরপরই শরণার্থীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান