বাংলার খবর২৪.কম : আইসিসি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। এক দিনের প্রদর্শনীর জন্য বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ঢাকায় পৌঁছেছে এই ট্রফি।
বিসিবির মিডিয়ার ম্যানেজার রাবিব ইমাম বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, শুক্রবার এক দিনের ট্রফি প্রদর্শনী শেষে এটি ফিরিয়ে নেয়া হবে। তার আগে সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ট্রফির ফটোসেশন হবে। ক্রিকেট ভক্তরাও বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
এরপর সাধারণ দর্শকদের জন্য ট্রফি নেয়া হবে বসুন্ধরায়। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত পান্থপথের বসুন্ধরা শপিং মলের নীচতলায় রাখা হবে বিশ্বকাপ এই ট্রফিটি। আট ঘণ্টা সময় সাধারণ দর্শকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। উল্লেখ্য’ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপে অংশ নেয়া সব দেশেই নেয়া হচ্ছে এই ট্রফিটি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান