ফেনী : জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদে বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি দলটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন রাজু তার পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার আরেক যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন শতাধিক নেতাকর্মী নিয়ে দল ছেড়েছেন।
এদের মধ্যে ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ফেনীর পরশুরামে আয়োজিত যুব সমাবেশে প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বর্তমান আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানের সময় জাপার যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এ দলে থেকেই তিনি দেশের সেবা করতে চান।
এর আগে, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী পৌরসভার তৎকালীন মেয়র নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য নির্বাচিত হলে পৌর মেয়র পদ ছেড়ে দেন। শূন্য পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশীদের ডিঙিয়ে মহাজোটের সমর্থন পান হাজী আলাউদ্দিন।