সিলেট : সিলেটে যুবলীগের সমাবেশে সংঘর্ষের ঘটনায় প্রজন্মলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ ওসমানীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান- যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সংঘর্ষের ঘটনায় আহত আমিনুল ইসলামের মা বাদি হয়ে থানায় দায়েরকৃত মামলায় খালেদ ওসমানীকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সুরমার পাড়ে কিনব্রিজের নিচে জেলা যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষ পর্যায়ে খালেদ ওসমানীর নেতৃত্বে প্রজন্মলীগ নেতাকর্মীরা এসে হামলা চালান।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শাহরীয়ার আলম সামাদ গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান