কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ছেলের রামদায়ের কোপে বাবা নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলা শহরের কলেজ পাড়ার বাসিন্দা ইট ভাটার মালিক আবুল কাশেম সরদার (৬৫) শহীদ মিনার এলাকার চেম্বার থেকে মোটরসাইকেল যোগে কলেজ পাড়ার বাড়ী ফিরছিলেন। এ সময় তার ছেলে সজীব (২৮) অপর একটি মোটরসাইকেলে তার পিছু নেয়। আবুল কাশেম সরদার শহরের লেদপট্রি এলাকায় পৌঁছলে ছেলে সজীব পিছন থেকে রামদা দিয়ে সজোরে কোপ মারে। এতে আবুল কাশেম সরদার মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর ছেলে সজীব পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক দ্বন্দের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছেলে সজীবকে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান