ঢাকা : রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর কথা সরকার আপাতত ভাবছে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে, লুই আই কানের নকশা বাস্তবায়নের কাজে হাত দিলে শুধু মাজার নয় কোনো প্রকারের স্থাপনা ওই এলাকায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার সকালে সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনায় তিনি এ সব কথা বলেন।
দেশে চলমান পরিস্থিতির জন্য বিএনপির একাংশ ও জামায়াতকে দায়ী করে কামরুল বলেন, ‘বর্তমান এ সব অস্থিতিশীল কাজের জন্য একাত্তরের পরাজিত অপশক্তি দায়ী। যারা একাত্তরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশের এরকম নৈরাজ্য সৃষ্টি করছে।’
আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, কৃষকলীগ নেতা এম করিম, স্বাধীনতা শিক্ষক সমিতির নেতা শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।