অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

নীলফামারীতে গণধর্ষণের শিকার হিন্দুধর্মাবলম্বী নারী শ্রমিককে রংপুরে স্থানান্তর

নীলফামারী: নীলফামারীতে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হিন্দুধর্মাবলম্বী নারী শ্রমিককে আজ শুক্রবার দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তরিত করা হয়েছে।

তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

অপরদিকে এই গণধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গুলজার রহমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র মতে, গণধর্ষিতা ওই নারী শ্রমিকের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে আজ শুক্রবার জেলা সদর আধুনিক হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। এ ঘটনায় ওই ধর্ষিতার উন্নত চিকিৎসার জন্য সহায়তা করছে বেসরকারী সংস্থা আরডিআরএস।

এদিকে অভিযোগ উঠেছে, উত্তরা ইপিজেডে’র শিল্পকারখানাগুলোর কর্তৃপক্ষ নারী শ্রমিকদের দিয়ে জোরপূর্বক অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করিয়ে নিয়ে রাতে বাড়ি যাওয়ার জন্য ছেড়ে দেয়। এর ফলে ওই সব নারী শ্রমিকরা বাধ্য হয়ে রাতে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

চাকুরি চলে যাবার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী শ্রমিক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মালিকপক্ষ নিজের ব্যবসায় লাভ দেখেন কিন্তু নারী শ্রমিকদের নিরাপত্তা দেন না।

তারা সন্ধ্যার আগেই তাদের ছুটি দেয়ার দাবি জানিয়ে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

উলে¬খ্য যে, গত বুধবার রাতে উত্তরা ইপিজেড থেকে কাজ করে ফেরার পথে এক হিন্দু ধর্মাবলম্বী নারী শ্রমিক গণধর্ষণের শিকার হন। ধর্ষিতা তরুণী নিজে বাদী হয়ে অজ্ঞাত তিন যুবককে আসামি করে গতকাল বৃহস্পতিবার নীলফামারী থানায় মামলা দায়ের করেন। ধর্ষিতা জেলার উত্তরা ইপিজেডের ভ্যানচুরা ব্যাগ তৈরি শিল্প প্রতিষ্ঠানের নারী শ্রমিক। ধর্ষিতা তরুণী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আরাজি শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্র রায়ের মেয়ে।

জানা গেছে, বুধবার রাতে কারখানা থেকে ফেরার পথে জেলার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট নামক স্থানে এ ঘটনাটি ঘটে। গণধর্ষণের ঘটনার পর ওই তরুণীকে এলাকাবাসী উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানিয়েছেন, গণধর্ষণের শিকার তরুণী উত্তরা ইপিজেডের ভ্যানচুরা শিল্প প্রতিষ্ঠানে নারী শ্রমিক হিসাবে কাজ করতেন। তিনি নীলফামারীর সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকায় বিশ্বস্বর মাস্টারে বাড়ির একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন তিনি অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করে উত্তরা ইপিজেডে অবস্থিত ব্যাগ তৈরির শিল্পকারখানা থেকে ভাড়া বাসায় ফিরছিল। তার সঙ্গে ইপিজেডের এ্যাভারগ্রীন শিল্পকারখানার লাইন লিডার মিলন ছিল। পথে তিনজন বখাটে তাদের পথরোধ করে এবং মিলনকে কিলঘুষি ও ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। এরপর ওই তরুণীর মুখ চেপে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি লিচুবাগানে নিয়ে গিয়ে অজ্ঞাত তিন যুবক তাকে ধর্ষণের পর পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে দুই পথচারী তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহায়তায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু

নীলফামারীতে গণধর্ষণের শিকার হিন্দুধর্মাবলম্বী নারী শ্রমিককে রংপুরে স্থানান্তর

আপডেট টাইম : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫

নীলফামারী: নীলফামারীতে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হিন্দুধর্মাবলম্বী নারী শ্রমিককে আজ শুক্রবার দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তরিত করা হয়েছে।

তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

অপরদিকে এই গণধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গুলজার রহমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র মতে, গণধর্ষিতা ওই নারী শ্রমিকের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে আজ শুক্রবার জেলা সদর আধুনিক হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। এ ঘটনায় ওই ধর্ষিতার উন্নত চিকিৎসার জন্য সহায়তা করছে বেসরকারী সংস্থা আরডিআরএস।

এদিকে অভিযোগ উঠেছে, উত্তরা ইপিজেডে’র শিল্পকারখানাগুলোর কর্তৃপক্ষ নারী শ্রমিকদের দিয়ে জোরপূর্বক অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করিয়ে নিয়ে রাতে বাড়ি যাওয়ার জন্য ছেড়ে দেয়। এর ফলে ওই সব নারী শ্রমিকরা বাধ্য হয়ে রাতে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

চাকুরি চলে যাবার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী শ্রমিক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মালিকপক্ষ নিজের ব্যবসায় লাভ দেখেন কিন্তু নারী শ্রমিকদের নিরাপত্তা দেন না।

তারা সন্ধ্যার আগেই তাদের ছুটি দেয়ার দাবি জানিয়ে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

উলে¬খ্য যে, গত বুধবার রাতে উত্তরা ইপিজেড থেকে কাজ করে ফেরার পথে এক হিন্দু ধর্মাবলম্বী নারী শ্রমিক গণধর্ষণের শিকার হন। ধর্ষিতা তরুণী নিজে বাদী হয়ে অজ্ঞাত তিন যুবককে আসামি করে গতকাল বৃহস্পতিবার নীলফামারী থানায় মামলা দায়ের করেন। ধর্ষিতা জেলার উত্তরা ইপিজেডের ভ্যানচুরা ব্যাগ তৈরি শিল্প প্রতিষ্ঠানের নারী শ্রমিক। ধর্ষিতা তরুণী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আরাজি শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্র রায়ের মেয়ে।

জানা গেছে, বুধবার রাতে কারখানা থেকে ফেরার পথে জেলার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট নামক স্থানে এ ঘটনাটি ঘটে। গণধর্ষণের ঘটনার পর ওই তরুণীকে এলাকাবাসী উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানিয়েছেন, গণধর্ষণের শিকার তরুণী উত্তরা ইপিজেডের ভ্যানচুরা শিল্প প্রতিষ্ঠানে নারী শ্রমিক হিসাবে কাজ করতেন। তিনি নীলফামারীর সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকায় বিশ্বস্বর মাস্টারে বাড়ির একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন তিনি অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করে উত্তরা ইপিজেডে অবস্থিত ব্যাগ তৈরির শিল্পকারখানা থেকে ভাড়া বাসায় ফিরছিল। তার সঙ্গে ইপিজেডের এ্যাভারগ্রীন শিল্পকারখানার লাইন লিডার মিলন ছিল। পথে তিনজন বখাটে তাদের পথরোধ করে এবং মিলনকে কিলঘুষি ও ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। এরপর ওই তরুণীর মুখ চেপে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি লিচুবাগানে নিয়ে গিয়ে অজ্ঞাত তিন যুবক তাকে ধর্ষণের পর পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে দুই পথচারী তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহায়তায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।