-একজন নিশাদ
কিছু ছোট ছোট কবিতা
কিছু হৃদয় স্পর্শক্ষম চিরকুট
এলোমেলো আঁকাবুকি, কাটাছেড়া
জমে জমে আস্তাকুড় হয় দিনকাল।
গ্রীস্মের এক একটা দুপুর
কথা ছিল যাবে নষ্টদের দখলে-
কথা ছিল জ্বলে যাবার,
ছাই হয়ে উড়ে যাবার
যেখানে স্নায়ুদের ঘর্ষনেও আগুন জলে,
আলো হয়
সে আলোয় স্মৃতি পোড়েনা
শুধু তাপে তাপে কাল হয় হৃদয়।
দাবদাহে মাঠ পোড়ে,
পুড়ে হয় বন চৌচির-
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে
প্রকৃতির শব,
এরা পোড়েনা
বের হয়না শতাব্দীর তুচ্ছতা হতে।
অথচ একসময়
তোমার কাছ থেকে পাওয়া প্রতিটি চিঠি ছিল
এক একটি মৌলিক কবিতাপুর্ণ ম্যগনেটিক মাইন,
বিস্ফোরিত হয়ে জন্ম দিতো
অদ্ভুত কিছু প্রেমের কবিতার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান