ঢাকা: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬১ রানে হারিয়ে জিম্বাবুয়েকে তৃতীয়বার বাংলাধোলাই দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিপক্ষকে ১১ বার বাংলাধোলাই করেছে লাল-সবুজের দেশ। এর আগে গত ম্যাচেই (৯ নভেম্বর) জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টানা পাঁচ সিরিজ জয়ের গৌরব অর্জন করেছিল মাশরাফি বিন মর্তুজার দল।
বুধবার টাইগারদের দেওয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১৫ রানেই অলআউট হয়েছে এল্টন চিগাম্বুরার জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে ৫ উইকেট নিয়ে একাই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। সফরকারীদের হয়ে উইলিয়ামস খেলেছেন সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস। এ ছাড়া অধিনায়ক চিগাম্বুরা ৪৫ ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ওয়ালার ৩২ রানের দু’টি ইনিংস খেলেছেন।
বুধবার দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচেটস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাশরাফিবাহিনী সংগ্রহ করেছিল ২৭৬ রান।
ইনিংসের শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ১৪৭ রানের উদ্বোধনী জুটির পর দু’জনই আউট হয়েছেন ব্যক্তিগত ৭৩ রানে। এর মধ্যে ইমরুল কায়েস ৬ চার ও ৪ ছক্কায় এবং তামিম ইকবাল ৭ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন।
পরে মাহমুদউল্লাহ রিয়াদ ৪০ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ৫ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয়েছে রান আউটে। এ ছাড়া মুশফিকুর রহিম ২৮, লিটন দাশ ১৭ ও অধিনায়ক মাশরাফি ১৬ রান করেছেন। জিম্বাবুয়ের হয়ে জোঙ্গউই ও ক্রেমার ২টি করে উইকেট নিয়েছেন।
জিম্বাবুয়ে ২০০১ সালের এপ্রিল ও নভেম্বরে অনুষ্ঠিত ২টি ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল। ২০০৬ সালে ও ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে বাংলাধোলাই করে হিসাবের খাতা সমান করেছিল বাংলাদেশ। আর বুধবার তৃতীয়বার মতো বাংলাধোলাই করে জিম্বাবুয়েকে ছাড়িয়ে গেল মাশরাফিরা।
এর আগে কেনিয়া ও নিউজিল্যান্ডকে দু’বার এবং স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে একবার করে বাংলাধোলাই করেছিল বাংলাদেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান