বাংলার খবর২৪.কম: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “বুধবার তার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়েছে। দুদকের উপ-পরিচালক গোলাম ফারুক এ নোটিশ জারি করেন।”
এলডিপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে এ নোটিশ করা হয়।
নোটিশে তার এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে-বেনামে, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।
আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিশনের সচিব বরাবর তা দাখিল করতে বলা হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য প্রদান করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
শিরোনাম :
কর্নেল অলির সম্পদের হিসাব চেয়েছে দুদক
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
- ১৫৭৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ