খুলনা: পাইকগাছায় চাঁদাবাজির অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতার ছেলেসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা ও নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে উপজেলার গদাইপুর গ্রামের দাউদ আলী গাজীর ছেলে ও ২৩৭/১১নম্বর ছিনতাই মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী জবেদ আলী গাজী (৩৫) স্থানীয় বাজারের শফির চায়ের দোকানে অবস্থান করছে বলে পুলিশ খবর পান। পরে পাইকগাছা থানার ুএসআই রোকনুজ্জামান, এসআই মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় সে দৌড়ে পালানো চেষ্টা করলে সে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এছাড়া, উপজেলা মধ্যলতা গ্রামের বিষ্ণপদ রায়ের নিকট থেকে চাঁদা গ্রহণের অভিযোগে এলাকায় অভিযান চালিয়ে গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চুর ছেলে কাজী সাব্বির হোসেন (৩৫) ও হায়দার সরদার (৩৫) নামে ২জনকে আটক করে। এ ঘটনায় বিষ্ণপদ রায়ের ছেলে কালাচাঁদ রায় বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আটক জবেদ আলী একটি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় চৌকিদার হত্যাসহ একাধিক মামলা রয়েছে।