খুলনা: খুলনায় সাবেক খাদ্য কর্মকর্তার স্ত্রী সেফালী রানী ভৌমিক (৫৫) কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রোববার সন্ধ্যার পর বাসায় ঢুকে দুর্বৃত্তরা গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়।
তার স্বামীর নাম মৃত গোবিন্দ চন্দ্র। তিনি সাবেক খদ্য কর্মকর্তা ছিলেন। খুলনা নগরীর ছোট বয়রা টেক্সটাইল মিল এলাকায় তাদের বাড়ি। এ ঘটনার সময় সেফালী ভৌমিক বাসায় একা ছিলেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সজল (৫৫) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রোববার রাত সোয়া ৮টার দিকে সেফালী রানী ভৌমিক বাসায় একা ছিলেন। এসময় ৪/৫জন যুবক ওই বাড়িতে প্রবেশ করে সেফালী রানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সজল নামের যুবককে আটক করে।
নিহতের স্বামী গোবিন্দ খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। কয়েক বছর আগে তিনি মারা যাওয়ার পরে ছোট ছেলেসহ সেফালী একাই বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান